কৃষি যত্নের কাজ কি?
১। বাংলাদেশের প্রতিটি কৃষকের ফসলের উৎপাদন ও বিক্রি নিয়ে সহায়তা করা এবং কৃষিযত্ন নিজ উদ্যোগে ফসলের উৎপাদন করা ও কৃষকের ফসল ক্রয় করে পাইকারি বাজারে সরবরাহ করা।২।সাথে ভালো মানের বীজ কৃষক এর কাছে পৌঁছে দেয়া।
কৃষি যত্ন থেকে কি সুবিধা পাওয়া যাবে
১. কৃষক ফসল ফলানোর সয়েল টেস্ট করানো।২.কৃষককে ভালো মানের বীজ সরবরাহ।
৩। কৃষককে মাঠ থেকে ফসল বিক্রি করতে সহায়তা প্রদান।
৪। কৃষকের উৎপাদিত ফসল পাইকারি বাজারে সরবরাহের সুবিধা করে দেওয়া ।
৫। কৃষককে উন্নত মানের ফসল উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা।
৬। কৃষি যত্ন থেকে কৃষকের উন্নত জীবন সেবা নিশ্চিত করা ।